রাঙ্গুনিয়া প্রতিনিধি
পাহাড় ও সমতলে শতবর্ষী চিকিৎসা সেবার প্রতিষ্টান চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম জার্মান স্বেচ্ছাসেবী সংগঠন ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় দীর্ঘ ১৭ বছর ধরে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১ টি ইউনিয়নে সামাজিক স্বাস্থ্য সেবায় ব্যাপক অবদান রেখে চলেছে।
নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবহার, ম্যালেরিয়া বিষয়ে উঠান বৈঠক, প্রতিবন্ধিদের নিয়ে উঠান বৈঠক, নারীর প্রতি সহিংসতা বিষয়ক উঠান বৈঠক, অসংক্রামক রোগ বিষয়ে উঠান বৈঠক, কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও অধিকার বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রতিনিয়ত এই প্রজেক্টের মাধ্যমে সচেতনতা করা হচ্ছে বলে জানান চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
প্রজেক্ট এর মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক চিকিৎসা প্রদান করা সহ জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি সরকারি স্বাস্থ্য বিভাগের ইপিআই কেন্দ্রে শিশু টিকা প্রদানে উৎসাহ প্রদান করে আসছেন। তাছাড়া গর্ভবতী মায়েদের পুষ্টি উন্নয়নের জন্য এই প্রজেক্টের পক্ষ হতে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হচ্ছে। প্রজেক্টের অধীনে নারী উন্নয়ন দল, গ্রাম উন্নয়ন কমিটি এবং প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হচ্ছে। কোন নারী সহিংসতার স্বীকার হলে তার উন্নত চিকিৎসা কিংবা আইনগত সহায়তার জন্য আমরা আর্থিক সহায়তা প্রদান করে। কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি বড় পাড়ার স্বাস্থ্য কর্মী মুইহ্লাউ মারমা জানান, আমার এলাকাটা অত্যন্ত দুর্গম। সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি আমরা প্রতিনিয়ত এই কমিউনিটি হেলথ প্রোগামের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে আসছি। এছাড়া উঠান বৈঠকের মাধ্যমে প্রতিনিয়ত পাড়াবাসীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে আসছি।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা – কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার স্বাস্থ্যকর্মী রওশন আরা পারভিন জানান, স্থানীয় কমিউনিটি ক্লিনিকে গিয়ে আমরা রোগীদের বøাড প্রেসার চেক করি, তাদেরকে অসুখ হলে ক্লিনিকে আসার জন্য উদ্বুদ্ধ করি এবং গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া এবং সন্তান প্রসব করার জন্য নানা পরামর্শ দিই।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহ্র্রা অং র্মার্মা জানান, কমিউনিটি হেলখ প্রোগামের মাধ্যমে দুগম পাহাড়ি এলাকায় অসহায় মানুষের স্বাস্থসেবা দিয়ে উপকৃত করছে।
কপ্তাই উপজেরা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন জানান, কমিউনিটি হেলথ প্রোগামের মাধ্যমে পাহাড়ের অনেক প্রতিকূলতার মাঝে অসহায় মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এতে চিকিৎসাসেবা বঞ্চিত নারী পুরুষ প্রাণ বাঁচাতে সহায়ক হিসেবে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের অবদান অনেকখানি।
রাঙ্গুনিয়া উপজেরা নির্বার্হী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমার উপজেলার একটি ইউনিয়ন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে কাজ করছে এ প্রকল্পটির মাধ্যমে। স্বাস্থ্যসেবার নিয়ে তাদের কায্যক্রম অন্যান্যদেও চেয়ে ব্যতিক্রম।