চন্দ্রঘোনার সবুজ সংঘ ক্লাব পরিদর্শনে কাপ্তাই ইউএনও

1

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী সমাজ সেবা ও ক্রীড়া মূলক প্রতিষ্ঠান ‘সবুজ সংঘ ক্লাব’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। তিনি রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় চন্দ্রঘোনাস্থ বারঘোনা সবুজ সংঘ ক্লাব পরিদর্শন করেন। এসময় তিনি সবুজ সংঘ ক্লাবের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধি করা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ সবুজ সংঘ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।