চন্দ্রঘোনা কেপিএম গেট সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের তৈরি হস্তশিল্প পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ফ্রেন্ডশিপ হস্তশিল্প বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ সকাল সাড়ে ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, প্রধান অতিথি ছিলেন কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা।
খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, আমরা নারীদের কর্মসংস্থানে সহায়তা করতে নানা উন্নয়নমূলক কাজ করছি। এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এখানকার উদ্যোক্তা নারীরা তাদের তৈরি হস্তশিল্প পণ্য বিক্রির সুযোগ পাবেন, যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগ কাপ্তাইয়ের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আদিবাসী হস্তশিল্পকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।- রাঙ্গুনিয়া প্রতিনিধি