চন্দনাইশ হাশিমপুর বড়পাড়ায় মাদকবিরোধী র‌্যালি

1

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার হাশিমপুর এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় গত ২৭ জুন বিকালে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি হাশিমপুর বড়পাড়া থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মসজিদের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন- মো. বখতিয়ার, মনির আহম্মদ, রমজান আলী, মো. নাজিম, আরফাত হোসেন, মো. এসকান্দর, তৌহিদু আলম, গ্রাম পুলিশ রিয়াসেদ, মো. সাকিব, মো. হিরু, মো. ইফতি, মো. ফয়সাল, মো. রবিন প্রমুখ। বক্তাগণ বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ।
বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা মহামারি আকার ধারণ করে ছড়িয়ে পড়েছে। সন্তানের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। এই এলাকায় কোনো ধরনের মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতি করলে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়া হবে।