চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ২০১৯-২০ সনের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়।
গত ২২ ডিসেম্বর রাতে নগরীর একটি রেস্টুরেন্টে দু’টি কমিটি ঘোষণা কল্পে এক সভা সংগঠনের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, সচিব, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, সহ-সভাপতি কমরুদ্দিন ছবুর, ট্রাস্টি সদস্য যথাক্রমে অধ্যাপক মো. আজম খান, জাহাঙ্গীর আলম, এড. মো. দেলোয়ার হোসেন, নবী খান, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, সংগঠনের পক্ষে ক্যাপ্টেন ফয়সাল আজিম সুমন, আবু তাহের চৌধুরী, আবদুল মান্নান, এমএ ফয়েজ, এড. নজরুল ইসলাম, মো. ইদ্রিচ, আ.ন.ম হাছান চৌধুরী, অধ্যাপক মো. ইয়াকুব নবী প্রমুখ। সভায় আবদুল কৈয়ুম চৌধুরীকে সভাপতি, কমরুদ্দিন ছবুরকে সিনিয়র সহ-সভাপতি, আবু তাহের, আবদুল মান্নান, হেলাল উদ্দিন চৌধুরী, আবু ফয়েজ, ফয়সাল আজিম সুমন, তৌহিদুল আলমকে সহ-সভাপতি, মাকছুদুর রহমানকে সাধারণ সম্পাদক, এড. নজরুল ইসলাম, মো. ইদ্রিচ, জামাল উদ্দিনকে যুগ্ম সম্পাদক, আ.ন.ম হাছান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, জাহেদুল আলমকে অর্থ সম্পাদক, এড. সুমন সরকারকে আইন বিষয়ক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট দু’বছরের জন্য কার্যকরী পরিষদ গঠন করা হয়। অন্যদিকে ডা. শাহাদাত হোসেনকে চেয়ারম্যান, অধ্যাপক আজম খান, বাবর আলী ইনুকে ভাইস চেয়ারম্যান, মো. একরাম হোসেনকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড ঘোষণা করা হয়।