চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশবাসীর অন্যতম সংগঠন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা নগরীর প্রেস ক্লাব হলে অনুষ্ঠিত হয়। গতকাল ২১ ডিসেম্বর বিকালে সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সম্পাদকীয় পাঠ করেন সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, আর্থিক প্রতিবেদন পাঠ করেন আবদুল্লাহ আল সাদ। যুগ্ম সম্পাদক মো. ইদ্রিচের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, অধ্যাপক আজম খান, প্রফেসর এম.এ গফুর। পরে সর্ব সম্মতিক্রমে মাকসুদুর রহমানকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ২০০৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সিনিয়র সদস্যদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। সাধারণ সদস্যদের উপস্থিতি ছিল নগণ্য। তাছাড়া সদস্যদের মধ্যে অনেকে বলছেন, যে সময় তারুণ্যের উম্মদনা, এ সময় চন্দনাইশ সমিতি তরুণ নেতৃত্ব সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। ট্রাস্টি বোর্ড থেকে সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করেছেন।
বিগত সময়ে চন্দনাইশ সমিতিকে ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেছিলেন কয়েকজন। এখনও সে রকম একজন রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার মানসে কমিটি সাজাচ্ছে বলে সাধারণ সদস্যদের অভিমত।