চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা রওশনহাট ব্রিজ থেকে মহাজনঘাটা পর্যন্ত সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রওশনহাট ব্রিজ থেকে সড়কটি শুরু হয়ে রশিদাবাদ-শোভনদন্ডী মহাজনঘাটাতে গিয়ে শেষ হয়। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে চন্দনাইশ ও পটিয়া এলাকার শত শত মানুষ যানবাহন ব্যবহার করে চলাচল করে থাকে। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে সড়কটি দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সড়ক দিয়ে পথচারীদের পাশাপাশি পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসা, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে থাকে। তাছাড়া এ সড়ক দিয়ে এ বিশাল এলাকার সাধারণ মানুষ বয়ষ্ক লোক, রোগী যাতায়াতের সময় অনেক দুর্ঘটনার স্বীকার হচ্ছে।তাই স্থানীয় বাসিন্দারা সড়কটি জরুরিভাবে মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।