চন্দনাইশ বদুরপাড়ায় নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার বদুর পাড়া এলাকায় ইসমাইলের নির্মাণাধীন ঘরের স্থাপনা ও বাউন্ডারীওয়াল রাতের আঁধারে স্কেভেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়ভাবে জানা যায়, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল কয়েকদিন আগে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। ফলে পার্শ্ববর্তী একই এলাকার মফিজুল আলম সেলিম নামের এক ব্যক্তি চন্দনাইশ থানায় অভিযোগ দেন। একইভাবে মোহাম্মদ ইসমাইলও অভিযোগ দেন।
গত ১৭ নভেম্বর গভীর রাতে ৪০-৫০ জনের একটি দল স্কেভেটর দিয়ে ইসমাইলের নির্মাণাধীন ঘরের পিলার ও বাউন্ডারী ভাঙতে শুরু করে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন বলেন, বিষয়টি নিয়ে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ রয়েছে। যেহেতু জায়গা সংক্রান্ত বিরোধ তাই তাদেরকে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার পরামর্শ দেয়া হয়েছে। রাতে ভাঙাভাঙির খবর পেয়ে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ পাঠালে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।