চন্দনাইশ নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া

1

চন্দনাইশ প্রতিনিধি

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গত ১৩ ফেব্রæয়ারি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে শিক্ষক পরিষদ সম্পাদক শাহজাহান আজাদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন সর্বজনাব সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, ক্রীড়া শিক্ষক রণজিৎ কুমার দে, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষক মিতা বড়ুয়া, বিজন চক্রবর্তী, কামাল উদ্দিন।
বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক সাখাওয়াত হোসেন, আবদুল আজিজ মৃদুল কান্তি পাল, পারভীন আকতার, মো. হোছাইন শাহীন, মনজুর উদ্দিন, জান্নাতুল ফেরদাউস, নাসরিন আকতার প্রমুখ। ২ দিনের বাছাই পর্ব ও শেষ দিনের চূড়ান্ত পর্ব মিলিয়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। সবশেষে সবার জন্য উম্মুক্ত আকর্ষণীয় ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মতিন।