চন্দনাইশ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ২ জুলাই সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মো. শফিউল হক চৌধুরী সেলিম। শিক্ষক শহিদুল কবির শাহীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- অভিভাবক সদস্য তসলিম উদ্দীন, শিক্ষক মাওলানা আইয়ুব আলী, অভিভাবক আবদুল মজিদ, আহমদুর রহমান, ইস্পাত জাহান প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, নতুন শিক্ষা কার্যক্রমে পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। প্রত্যেক শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসে অংশ নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।