চন্দনাইশ জঙ্গল হাশিমপুরে সড়কে চলাচল নিয়ে দুই পক্ষ মুখোমুখি

59

চন্দনাইশ উপজেলার জঙ্গল হাশিমপুর রঙেরবিল-ডুগডুগি ছড়া পাহাড়ি সড়কে চলাচলে প্রতিবন্ধকতা নিয়ে স্থানীয় বাসিন্দা ও গাউছিয়া এগ্রো লিমিটেড ফার্মের মালিকের মধ্যে মুখোমুখি অবস্থানে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জঙ্গল হাশিমপুর রঙেরবিল-ডুগডুগি ছড়া পাহাড়ি সড়কে চলাচলের পথে গাউছিয়া এগ্রো লিমিটেড ফার্ম কর্তৃপক্ষ তাদের সীমানা অংশে পাকা দেয়াল দিয়ে গ্রামবাসীর গরু, ছাগল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। অন্যদিকে গ্রামবাসী এ বিষয়ে প্রতিবাদ করেও পাকা দেয়াল এগ্রো কর্তৃপক্ষ প্রত্যাহার না করায়, একই সড়কের অদুরে গাছে খুঁটি পুঁতে এগ্রো ফার্মের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এভাবে পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ ১ মাস ধরে বিরোধ চলে আসলেও বিষয়টি নিস্পত্তির জন্য কেউ এগিয়ে আসেন নাই। গত ২২ জানুয়ারি বিকালে গিয়ে দেখা যায়, দু’পক্ষই কড়ইল্যামুরা-রঙেরবিল-ডুগডুগি ছড়া সড়ক বন্ধ করে দেয়ায় পাহাড়ি এলাকায় যাওয়া-আসা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়কটির চলাচলের প্রায় ১কি.মি.সড়কটির শেষ প্রান্তে পাহাড়ি এলাকায় গাউছিয়া এগ্রো লিমিটেড ফার্ম নামের দুগ্ধ খামার মালিক পক্ষ মাঝপথে ইট দিয়ে তার সীমানার দু’পাশে প্রাচীর নির্মাণ করে সাধারণের চলাচল পথ অনেকটা বন্ধ করে দেয়। যুগ-যুগান্তের এ সড়কটি দিয়ে স্থানীয় ৪ গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবারের লোকজন পার্শ্ববর্তী ওই পাহাড়ি জুম চাষের সবজি, পেয়ারা, লেবু বাগানসহ বিভিন্ন কাজে কর্মে সড়কটি ব্যবহার করে থাকেন। গবাদি পশু চারণের জন্য চলাচলের একমাত্র মাধ্যম এ সড়ক। ফার্মের ম্যানেজার আমির হোসেন জানান, গাউছিয়া এগ্রো লিমিটেড ফার্মের মালিক দীর্ঘ ২৫ বছর পূর্বে জঙ্গল হাশিমপুর এলাকায় পাহাড়ি ভূমি ক্রয় করে গত বছর একটি দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন। হঠাৎ করে প্রায় ১ মাস পূর্বে পাকা দেয়াল নির্মাণ করে সড়কটি দিয়ে চলাচলের পথ অনেকটা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় গ্রামবাসীরা সড়ক দিয়ে পাহাড়ি ভূমিতে যেতে বাঁধা প্রাপ্ত হচ্ছে। কড়ইল্যামুরা-রঙেরবিল-ডুগডুগি ছড়া সংযোগ সড়ক বন্ধ করে দেয়ায় বিকল্প পথ না থাকায় বেকাদায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। সড়ক নিয়ে পাল্টা-পাল্টির কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।