চন্দনাইশ চলমান সংঘের ঈদ পুনর্মিলনী

3

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের চলমান সংঘের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
চলমান সংঘের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গরীবুল্লাহ খাঁন সৌরভের সঞ্চালনায় কেশুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (প্রশাসন অর্থ) মোহাম্মদ আবুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়নাল টিটো।
বক্তব্য রাখেন বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, জোয়ারা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসআরএম আজগর আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ্ আজিজুর রহমান। বক্তব্য রাখেন মোরশেদুল আলম পেয়ারু, আকবর হোসেন, আবু তৈয়ব, শের আলী মাস্টার। বিজ্ঞপ্তি