চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। সাধারণ মানুষের চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ পৌরসভার শহীদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে পৌরসভা কর্তৃপক্ষ নালাটি খনন করে খালে পরিণত করে। নালার কাজ সম্পন্ন না করায় সড়কে পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে অল্প বৃষ্টিতেই হাঁটু পানিতে ভুগতে হচ্ছে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে। এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডার গার্ডেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা, শ্রেণির মানুষ চলাচল করে থাকে। সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি, আশেপাশের বিল্ডিং থেকে শৌচাগারের পানিসহ ময়লা পানি সড়কে এসে জমা হওয়ায় ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচল করা পথচারী ও এলাকাবাসী। সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হয় গুরুত্বপূর্ণ এ সড়কে। এ ছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিতে সড়কটি আশীর্বাদের বদলে অভিশাপ হচ্ছে পথচারীদের। এ সড়কে বর্তমানে কোন রকম যানবাহন চলাচল করতে পারছে না।
গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন বলেছেন, এ সড়কে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এ সড়ক দিয়ে এক সময় ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও নালার প্রয়োজনে সড়ক কেটে ফেলার কারণে এখন রিক্সা পর্যন্ত চলছে না। সড়কটি অতি দ্রæত সংস্কার বা চলাচলের উপযোগি না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেছেন, নালার কাজ সম্পন্ন হলে সড়কটি স্বাভাবিকভাবে চলাচলের জন্য সংস্কার করা হবে।