চন্দনাইশ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দ.) বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
২৩ অক্টোবর সকালে কমিটির আহ্বায়ক মাওলানা নাজিমুদ্দিন মো. তাওহীদের সভাপতিত্বে মাহফিলে তকরির করেন মুফতি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদী। সহকারী শিক্ষক কাজী মো. আবু ছালেকের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, দেবাশীষ আচার্য, অভিভাবক সদস্য মো হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদ, অমল কান্তি দে, অমল কান্তি নাথ, মো. এনামুল হক, মো সেলিম উদ্দিন, মো শাহজাহান, শামীম আক্তার, শর্মিলী রানী দেব, কাকলী চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে ইসলামি সংস্কৃতির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার ও তবারুক বিতরণ করেন। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে করে প্রধান বক্তা বলেন, সকলকে প্রথমে ভালো মানুষ হতে হবে। তারপর শিক্ষাসমাপ্তির পর যোগ্যতা অনুসারে পেশা বেছে নিতে হবে। তখনই সফলতা আসবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে মা-বাবা ও শিক্ষকদের সম্মান করে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।