চন্দনাইশ কানাইমাদারী বিদর্শনারাম বিহারে চীবর দান অনুষ্ঠান

3

চন্দনাইশের কানাইমাদারী বিদর্শনারাম বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ সম্পন্ন হয়েছে। ৩০ অক্টোবর সকালে বোয়ালখালীর শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাথেরের সভাপতিত্বে ও যীশু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির, অধ্যাপক ভদন্ত জ্ঞানরটস মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের, বুদ্ধপাল মহাথের। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির।
বিকেলে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের অধ্যক্ষ অধ্যাপক ভদন্ত জ্ঞানরতœ মহাথের। সঞ্চালনা করেন চামুদারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাথের। সংবর্ধিত অতিথি ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোতাহের মিয়া। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সেক্রেটারি আকতার আলম, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি সাঈদ বিন খায়ের, সাধারণ সম্পাদক সাহাব মিয়া, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাবুল। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের, জোয়ারা খানখানাবাদ ভাবনানন্দ আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের প্রমুখ। সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। অনুষ্ঠানে বিহার কমিটির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য পরিবারের পক্ষে জয়সেন বড়ুয়া, রিপন কান্তি বড়ুয়া, সুকুমার বড়ুয়া ও সুমনা বড়ুয়া লাকীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়শান্ত বড়ুয়া, অমল বড়ুয়া, মাস্টার বিপ্লব বড়ুয়া, যীশু বড়ুয়া, শিবাজী বড়ুয়া, কাজল বড়ুয়া, রনি বড়ুয়া, আল্পনা বড়ুয়া, মলিমা বড়ুয়া প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশনাল পিপি, চামুদারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিএনপি নেতা এডভোকেট আমিনুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন চন্দনাইশ থানার এসআই রাকিবুল হাসান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান মুজিব। বিশেষ অতিথি ছিলেন বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাছির সিকদার ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আরজু। এছাড়াও চীবরদান উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সংসদ সদস্য পদপ্রত্যাশী এডভোকেট মিজানুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি