চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর লড এলাহাবাদ এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত ১১ জানুয়ারি দিবাগত রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় তিনি পাহাড় কাটার সাথে জড়িত কোন লোকজনকে না পেয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর জব্দ করেন। এ সময় তার সাথে চন্দনাইশ থানা পুলিশ ও তার কার্যালয়েল দায়িত্বপ্রাপ্তরা সঙ্গে ছিলেন। তিনি বলেন, মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এই সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এই ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।