চন্দনাইশ ও লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন

2

চন্দনাইশ
চন্দনাইশে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, পুরস্কার ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা। এ দিবসকে ঘিরে কর্মসূচির মধ্যে ছিল- সোমবার থেকে বুধবার পর্যন্ত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতা, ওয়াকাথন, কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, এতিমখানা নিবাসীদের পোশাক ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ।
গতকাল ২ জানুয়ারি সকালে উপজেলা চত্বরে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস’২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তীতে সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফয়সাল, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, কোডেক প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হক, শাহসূফি মমতাজিয়া এতিমখানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং পাঁচজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, অনগ্রসর জনগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, এতিমখানার ৪০ জন শিক্ষার্থীকে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ৪০ জন রোগীকে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১৯টি এতিমখানার নিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয় দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া এতিমখানা এবং রানার্সআপ হয় আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী এতিমখানা। ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় হাছনদন্ডী রহমানিয়া শুকুরিয়া শিশু সদন এবং রানার্সআপ হয় সাতবাড়ীয়া শাহসুফি আমানত (রঃ) শিশু সদন। চিত্রাংকনে প্রথম হয়েছেন দোহাজারী রায় জোয়ারা ইসলামিয়া নজিরিয়া হেফজখানা ও এতিমখানার মো. তামিম, জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার আদনান রহমান আসফিক দ্বিতীয়, হাছনদন্ডী রহমানিয়া শুকুরিয়া শিশু সদনের তৌহিদুল ইসলাম তৃতীয়, হযরত শাহসুফি মমতাজিয়া মোহাম্মদিয়া হেফজখানা ও এতিমখানার মো. মফিজুর রহমান চতুর্থ এবং জাফরাবাদ সিনিয়ার মাদ্রাসা ও এতিমখানার মো. ইসহাক পঞ্চম স্থান অর্জন করেন। হস্ত শিল্পে প্রথম হয়েছেন জামিরজুরী রজভীয়া আজিজিয়া এতিমখানার কামরুল হাসান, দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া হেফজখানা ও এতিমখানার মো. রাসেল দ্বিতীয়, জাফরাবাদ সিনিয়ার মাদ্রাসা ও এতিমখানার মো. বিন তামিম তৃতীয়, দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া হেফজখানা ও এতিমখানার মো. সানিম চতুর্থ এবং মো. তামিম পঞ্চম স্থান অর্জন করেন। বিভিন্ন বিষয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। -চন্দনাইশ প্রতিনিধি

লোহাগাড়া

লোহাগাড়ায় ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সমাজসেবা অফিসের মো. তারেকের সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মো. রিদুওয়ানুল করিমের সভাপতিত্বে আয়োজিত মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও এনজিও প্রতিনিধি।
বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।
সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। -লোহাগাড়া প্রতিনিধি