চন্দনাইশে ৯ দিন ধরে নিখোঁজ শিশু

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভা সদরের প্রবাসী আবু তাহেরের ছেলে মো. জাবের উদ্দীন (১৪) ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা কুসুম সিকদার গত ২৮ জানুয়ারি চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।
ডায়েরি সূত্রে জানা যায়, জাবের পটিয়া পল্লী বিদ্যুতের সামনে দারুল আমানত হেফজখানার শিক্ষার্থী। সে বর্তমানে ১০ পারায় তালিম নিচ্ছিল। গত ২৫ জানুয়ারি বিকালে হেফজখানায় যাওয়ার জন্য বের হয়ে হেফজখানায় না গিয়ে নিখোঁজ হয়ে যায় জাবের। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার মা গত ২৮ জানুয়ারি চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত গত ৯ দিনেও জাবেরের সন্ধান মিলেনি।