চন্দনাইশে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

1

চন্দনাইশ প্রতিনিধি

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- স্লোগানে চন্দনাইশে ৩ দিনব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে। গত রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রুই প্রুচাই মারমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন। আলোচনায় অংশ নেন সার্ভেয়ার আবু তাহের, ভ‚মি সহকারী কর্মকর্তা কাজল কুমার শীল, উপ-সহকারী কর্মকর্তা যথাক্রমে সুধীর চন্দ্র দে, মংওয়াই সিং মারমা, মো. ইলিয়াছ, নাজির আরিফুল হক, অফিস সহকারী রিগ্যান শীল, কম্পিউটার অপারেটর শুভ দাশ, সার্টিফিকেট সহকারী ফাতেমা নার্গিস চৌধুরী প্রমুখ। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এ মেলা আজ মঙ্গলবার শেষ হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে সেবা দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।