চন্দনাইশ থানা পুলিশ হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ২৭ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করে। গত ১৬ মার্চ দুপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিচ ইয়াবাসহ দক্ষিণ হাশিমপুরের আহমদ হোসেনের ছেলে আরশেদ আলম তুষার (২৯), নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দোহাজারী জালাল আহমদের ছেলে মোহাম্মদ আলী (৩৫) কে আটক করে। আটককৃতদেরকে গত ১৬ মার্চ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।