চন্দনাইশে ২০ মাসে ৭০ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ১ বছর ৮ মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০৪টি মামলায় ১১ জনকে সাজা প্রদান করেছেন। পাশাপাশি এসব মামলায় ৭০ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলায় সহকারি কমিশনার (ভ‚মি) ডিপ্লোমেসি চাকমা ২০২৩ সালের ৩১ আগস্ট যোগদানের পর থেকে চন্দনাইশে বিভিন্ন অনিয়ম, বেআইনী কার্যক্রম প্রতিরোধ করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। গভীর রাত, বৃষ্টি, দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা, পাহাড় কাটা, অবৈধ গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানে সাহসিকতার সহিত অভিযান পরিচালনা করেন। যোগদান করার পর থেকে এক বছরেই ২৮টি মামলায় ৪ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২৪ সালে ১৭৮টি মামলায় ৩৮ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ৫ জনকে জেল দেন। চলতি বছরের মে পর্যন্ত ৯৬টি মামলায় ২৭ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ও ৬ জনকে জেল দেন।
ডিপ্লোমেসি চাকমা জানান, সাধারণ মানুষকে আইন পরিপন্থি কাজ থেকে দূরে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মধ্যদিয়ে ছোট-খাট অপরাধগুলো অনেকাংশে বন্ধ হচ্ছে। বিশেষ করে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট, ধানী জমির টপসয়েল কেটে জমির ঊর্ব্বরতা নষ্ট, ঝুঁকিপূর্ণভাবে অবৈধ গ্যাস স্থানান্তর করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে অনেককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেয়া হয়েছে। ফলে এ সকল অপরাধ ক্রমান্বয়ে কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষ মোবাইল কোর্ট সম্পর্কে সচেতন হচ্ছে। একইভাবে সরকারের রাজস্ব আদায় হয়েছে।