চন্দনাইশে ১ রাতে ৪ গরু চুরি

1

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার বরকল কুলালডেঙ্গা এলাকায় ১ রাতে ২ পরিবারের ৪টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। কোরবানির ঈদে বিক্রি করার জন্য মোটাতাজা করা গরু ৪টি চোরের দল চুরি করে নিয়ে যাওয়ায় মালিকের মাথায় হাত উঠেছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন মালিকরা। গত ২৯ মে ভোররাতে গরু চোরের দল উপজেলার বরকল ইউনিয়নের সুচিয়া কুলালডেঙ্গা এলাকার মো. বাবুলের মোটাতাজা করা ৩টি ষাঁড়, একই এলাকার রঞ্জনের ১টি গর্ভবতী গাভী গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরের দল। গরুর মালিক বাবুল জানান, অতিকষ্টে ধার দেনা করে কোরবানির সময় বিক্রির জন্য ৩টি ষাঁড় ক্রয় করে মোটাতাজা করেছি। ফলে গরু ৩টি দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করার আশায় ছিলেন তিনি। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তিনি অনেকটা ভেঙ্গে পড়েছেন ধার দেনা কিভাবে শোধ করবেন কীভাবে এ ভয়ে।
অপর গাভীর মালিক রঞ্জন চৌধুরী বলেছেন, তার গাভীটি ১০/১৫ দিনের মধ্যে বাচ্চা দিবে। সেই আশায় দিন কাটছিল তার, গাভী বাচ্চা দেয়ার পর দুধ বিক্রি করে ঋণের টাকা শোধ করবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল চোরের দল। তার গাভীর আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।