চন্দনাইশে ১৪ হাজার ইয়াবাসহ আটক ১

0

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিচ ইয়াবাসহ বাসের হেলপার মারুফ হোসেনকে আটক করেছে পুলিশ।
ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের লুকোচাপা করায় আসলে কি পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছ তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
গত ২৩ জুন রাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী হানিফ এসি বাসে (ঢাকা-মেট্টো-ব-১৫-৭০৮৪) দোহাজারী তদন্ত কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ১৪ হাজার পিচ ইয়াবাসহ বাসের হেলপার মারুফ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে, অপর একজন পালিয়ে যায়। ইয়াবাবহনকারী হানিফ বাসটি আটক করলেও গাড়ির চালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াবার পরিমাণ অনেক বেশি ছিল। স্থানীয়দের অনেকে ১ লাখের উপরে ইয়াবা ছিল বলে দাবি করেন। কিন্তু পুলিশ দীর্ঘক্ষণ আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাগুলো নিয়ে ৩ ঘন্টার অধিককাল সময় তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়। বাইরে সংবাদ কর্মীরা অপেক্ষা করলেও এক অজানা কারণে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কাউকে কোন তথ্য দেয়নি পুলিশ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের সাথে কথা বললে তিনি প্রথমে ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎ যশ চাকমার সাথে যোগাযোগ করার জন্য বলেন। কিন্তু ইন্সপেক্টর (তদন্ত) কোনো তথ্য নেই বলে জানান। আবার অনেক সংবাদকর্মীকে চট্টগ্রামে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবেন বলে জানিয়েছিল পুলিশ। সবমিলিয়ে রাতে ইয়াবা জব্দের ব্যাপারে সংবাদকর্মীদের কোন তথ্য থানা কর্তৃপক্ষ দেননি।
অবশেষে গত ২৪ জুন সকালে ১৪ হাজার পিচ ইয়াবাসহ একজন আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার ধোপাছড়ি শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, মামলাটি অন্য কোন সংস্থাকে দিয়ে তদন্ত করলে গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।