চন্দনাইশে হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থপনা ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির সভা

36

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের এই সদিচ্ছাকে সফল করতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ সেবামূলক কাজ। চিকিৎসকেরা জাতির মেধাবী সন্তান। তাদের মেধা বিকাশের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে পারলে দেশের মানুষ সুস্থ থাকবে। একই সাথে চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বরাদ্ধ যথাযথভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। সে সাথে যথাযথভাবে বন্টনের জন্য পৌর মেয়র মাহবুবুল আলম খোকাকে প্রধান করে আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ৬ জুলাই চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অনন্যদের মধ্যে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, খায়রুল বশর, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু রাশেদ, ডা. মো. আবু তৈয়ব, শাহ ইসলাম, কৃষ্ণা বড়–য়া, গোপাল চন্দ্র দাস প্রমূখ। সভায় সিআইপি আবু তাহের রাজু কর্তৃক একটি আইসিইউ কক্ষের জন্য সম্পূর্ণ সরঞ্জাম বিনামূল্যে প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সে সাথে চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার রুমের জন্য দু’টি এয়ার কন্ডিশন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ জন চিকিৎসকের স্থলে ৯ জন চিকিৎসক থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সু-দৃষ্টি কামনা করেছেন।