চন্দনাইশ প্রতিনিধি
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ’২৫ এ চন্দনাইশে নতুনভাবে ১২ হাজার ৫৭৩ জন ভোটার হয়েছে। তাছাড়া কর্তনকৃত ভোটার ৪ হাজার ১৭৭ জন, স্থানান্তরিত ভোটার সংযুক্ত হয়েছে ৭৫৫ জন। নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাসহ ৩টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। উপজেলার নাগরিকেরা পায়নি স্মার্ট কার্ড।
চলতি বছর হালনাগাদ ভোটার তালিকায় নতুনভাবে ১২ হাজার ৫৭৩ জন ভোটার অর্ন্তভুক্ত হয়েছে। তাছাড়া স্থানান্তরিত ভোটার তালিকায় রয়েছে ৭৫৫ জন। চন্দনাইশে ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে পূর্বের ভোটার ছিল ১ লক্ষ ৮৯ হাজার ৩৪৩ জন, নতুনভাবে ১২ হাজার ৫৭৩ জনসহ বর্তমানে ২ লক্ষ ১ হাজার ৯১৬ জন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে। তৎমধ্যে ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়ার নাগরিকেরা স্মার্ট কার্ড পেলেও চন্দনাইশ, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলার ভোটারেরা স্মার্ট কার্ড পায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চন্দনাইশ নির্বাচনী কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু গত বছর ৯ সেপ্টেম্বর বদলি হওয়ার পর থেকে এ পদটি খালি রয়েছে। পাশাপাশি অফিস সহায়ক ও অফিস সহকারী পদ ২টি খালি রয়েছে ৫ বছরের অধিক সময় ধরে। ফলে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভারপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেছেন, হালনাগাদ ভোটার তালিকা যথাযথভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। যারা হালনাগাদ ভোটার তালিকায় ভোটার হতে পারেন নাই, তারা যে কোন সময় আবেদন করতে পারবেন। হালনাগাদ ভোটার তালিকায় কোন রকম ভুল-ত্রুটি পাওয়া গেলে তা সরকারি নির্ধারিত সময়ে বিনামূল্যে সংশোধন করা যাবে। কারো প্রয়োজনে জরুরিভাবে সংশোধন করতে হলে ২৩০ টাকা ফি জমা দিয়ে তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ রয়েছে বলে তিনি জানান।