চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

10

চন্দনাইশের গাছবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হন। গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টায় মহাসড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫০) পূর্ব জোয়ারা গ্রামের মৃত আবদুল আজিমের ছেলে। নুরুল ইসলাম খানহাট মিষ্টিমুখের কারিগর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল ইসলাম সড়কে হেঁটে যাওয়ার সময় গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সম্মুখে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি মিনি বাস (ঢাকা মেট্রো-ক-১১-০০৫২) নুরুল ইসলামকে ধাক্কা দেয়।এতে সে ঘটনাস্থলে মারা যান। এ সময় বাসটির ধাক্কায় একটি মোটরসাইকেলও পড়ে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহীও আহত হন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সড়ক দুর্ঘটনার কথা শিকার কলে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় কবলিত মিনিবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মোটরসাইকেল আরোহী ও মিনিবাসের চালক-হেলপার পলাতক রয়েছেন।