চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার শহীদ মুরিদুল আলম সড়কের ছৈয়রার ঘাটায় ব্যাটারিরিকশার সাথে ধাক্কা লেগে ব্যবসায়ী রুহুল আমিন (৬৯) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা আনুমানিক ১১ টার দিকে চন্দনাইশ পৌরসভার পশ্চিম মোহাম্মদ বাড়ির ব্যবসায়ী রুহুল আমিন তার নতুন বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ প্রতিষ্ঠানে যাওয়ার সময় শহীদ মুরিদুল আলম সড়কের ছৈয়রার ঘাটা এলাকায় প্রধান সড়কে ওঠার সাথে সাথে দ্রæতগামী ব্যাটারিচালিত একটি রিকশা তাকে ধাক্কা দেয়।
এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল বাদে আছর জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন হয়।