চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ৫

0

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মাজার পয়েন্ট ব্রিজের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে গেছে। এসময় বাসে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল রবিবার ভোর রাতে ঢাকা থেকে বেঙ্গল পরিবহনের (ময়মনসিংহ-ব-১০-৩১১) একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে বেঙ্গল পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাজার পয়েন্ট ব্রিজের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে বাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে থাকা ৫ জনের বেশি যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য বিজিসি ট্রাস্ট ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআই শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, চালক ও হেলপার পলাতক রয়েছে।