চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী এক যুবকের। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাসেল, তিনি টমটমের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসেল একটি খালি টমটমে করে চালকের পাশে বসে দোহাজারীর দিকে যাচ্ছিলেন। টমটমটি মাজার পয়েন্টের বরুমতি ব্রিজের উপরে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির লাইটের আলোয় টমটমের নিয়ন্ত্রণ হারান চালক। ফলে টমটমটি ব্রিজের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টমটম আরোহী রাসেল গুরুতর আহত হন। তাকে মুমুর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার ভোরে তার লাশ তার গ্রামের বাড়ি দক্ষিণ হাশিমপুরে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক চৌধুরী বলেন, রাসেল ঐ এলাকার আবদুস ছালামের ছেলে। ১ মার্চ তার বিয়ে সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের কথা ছিল। কিন্তু বিয়ে করা হলো না রাসেলের। রাসেল পেশায় একজন রাজমিস্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, টমটমের চালক নিয়ন্ত্রণ হারালে সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।