চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাট সংলগ্ন বশির উল্লাহ তালুকদার বাড়ীর ইফতি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। জানা যায়, গত ২২ আগস্ট সকালে মো. ইফতি (২৩) নগরীর মনছুরাবাদ বাসা থেকে জিইসির মোড় মামার দোকানে যাওয়ার সময় দেওয়ান হাট মোড়ে যাত্রীবাহী মাহিন্দ্রার সাথে আর একটি মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়। এই সময় সামনের সিটে বসা ইফতি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল, পরে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার এক পা, এক হাত কেটে ফেলা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সড়কে পানি থাকার কারণে ফেনী থেকে পূনরায় নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় ইফতি। সে চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাট সংলগ্ন বশির উল্লাহ তালুকদার বাড়ীর মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা যায়। ইফতি বর্তমানে পলিটেকনিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। গতকাল ২৩ আগস্ট বাদে আছর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইফতির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।