চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাউলিবাগ ও সেবন্দী শাখার উদ্যোগে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে চকরিয়া শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদকে ২-১ গোলে পরাজিত করে বরকল ফাইভ স্টার ক্লাব চ্যম্পিয়ন হয়। গত মঙ্গলবার রাতে চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন মাঠে খেলায় বিজয়ী দলের সায়েফ ম্যান অব দ্যা ম্যাচ, ইশফাত সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার রিমন, বিজিত দলের ফোরকান সেরা গোল দাতা, দুবাই প্রবাসী মো. সেকান্দার সেরা দর্শক নির্বাচিত হন। খেলা শেষে মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আকম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুল মজিদ, এডিশনাল পিপি এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, বিএনপি নেতা যথাক্রমে- মাহামুদুর রহমান মাহদু, সেলিমুর রশীদ ভূঁইয়া, আবদুল আলীম, সাবেক কাউন্সিলর নুরুল কবির, নুরুল হুদা বাবর, আইনুল হুদা চৌধুরী, মো. হারুন, মেম্বার সামশুদ্দীন, মো. সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস, আবদুল্লাহ মো. সায়েম, মামুনুর রশীদ ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, গিয়াস উদ্দীন, নাছির উদ্দীন, মো. সোলাইমান, আজিজ খাঁন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ২০ হাজার ও ১২ হাজার প্রাইজমানি, ট্রফি বিতরণ করা হয়।