চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া জিনিয়াস ক্লাব ফর সোসাইটির উদ্যোগে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সভা দক্ষিণ গাছবাড়িয়ার একটি কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ সংগঠনের সভাপতি মারুফ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ মহিলা কলেজের সহযোগি অধ্যাপক কামরুন্নেসা খানম, পিপিএস এর নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, মো. শাহেদ ও সম্রাট সবুজ। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে ছৈয়দ হোসেন, আমজাদ হোসেন, গৌবিন্দ আচার্য্য, সাংবাদিক যথাক্রমে মো. কমরুদ্দিন, নুরুল আলম, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোরশেদুল আলম, মো. রিফাত, দিদারুল আলম, ইমু চৌধুরী, মো. রবিউল আলম, টিপু চৌধুরী, জয়নাল আবেদীন আলমগীর, নাজিম উদ্দীন, রেজাউল করিম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণীর অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্থানীয় ১০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।