চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের বিধিবহির্ভূত ও মর্যাদা হানিকরভাবে বিদ্যালয়ে কর্তব্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি প্রদর্শন করে পদত্যাগ পত্রে স্বাক্ষর গ্রহণের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছেন চন্দনাইশ মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেন।
গতকাল ২৭ আগস্ট দুপুরে চন্দনাইশ মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ফোরামের নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে চন্দনাইশের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণকে বিধিবহির্ভুত ও মর্যাদা হানিকরভাবে কর্তব্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হচ্ছে। পাশাপাশি একশ্রেণীর লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। এ পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কথা উল্লেখ করে ৪ টি দাবি দেন। দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, জোরপূর্বক প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ প্রতিহতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ এবং এসব কাজে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার জোর দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক যথাক্রমে- প্রমোদ রঞ্জন বড়ুয়া, মো. নূরুল কবির, জাফর আহমদ, বিজয়ানন্দ বড়ুয়া, বিষ্ণু যশা চক্রবর্তী, রতন বড়ুয়া, মো. সেলিম উদ্দীন, এইচ এম ছৈয়দ হোসেন, মো. আজিজ, মো. আবুল বসর, ইন্দ্রজিৎ চক্রবর্তী, রহিম উদ্দিন, মো. ইসহাক, মো. নোমান শফি, টিকলু দাসগুপ্ত, মো. ওসমান আলী, সমীর দাস, শ্যামল মিত্র, মো. আমজাদ হোসেন, বিপ্লব বড়ুয়া প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষক নেতৃবৃন্দ বিএনপি, এলডিপি, জামায়েত নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভায় নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা রোধে সহযোগিতার কামনা করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কে সহযোগিতার আশ^াস প্রদান করেন।