চন্দনাইশে মাদক পাচারকারী আটক

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে ৭৯০ পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ প্রকাশ কুলু (৪৩) নামক এক মাদক পাচারকারীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিশেষ কৌশলে পুলিশ তার পায়ুপথ দিয়ে পেটের ইয়াবাগুলো বের করে জব্দ করে। আটককৃত মাদক কারবারীর নাম মোস্তাক আহমদ প্রকাশ কুলু (৪৩)। তিনি টেকনাফ উপজেলার উত্তর হ্নীলা এলাকার মৃত নুর আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনে তল্লাশির সময় আটককৃত ব্যক্তিকে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান বিশেষ কায়দায় পেটের ভেতর করে তিনি ইয়াবা পাচার করছেন। কিছু খাওয়ার কিছুক্ষণ পর ইয়াবাগুলো পেট থেকে বের হয়ে যাবে। এরপরই তাকে আটক করা হয়। পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে বিশেষ কৌশলে তার পেট থেকে স্কসস্টেপ দিয়ে মোড়ানো ১৬টি প্যাকেটের মধ্যে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন বলেন, পেটের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।