চন্দনাইশে মাটি কাটার সময় ডাম্পার জব্দ

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর সোনাইছড়ি কুল এলাকায় ধানী জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ফোর্স অভিযান পরিচালনা করেছেন।
গতকাল মঙ্গলবার দক্ষিণ হাশিমপুর সোনাইছড়ি কুল এলাকায় ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর, ২টি ডাম্পার জব্দ করেন।
মাটি কাটার শ্রমিকেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান বাহিনীর মূখপাত্র।