চন্দনাইশে মহাসড়কে পুড়লো সিএনজি অটোরিকশা

2

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারা রাস্তার মাথা সংলগ্ন সিএনজি স্টেশনের সামনে সামনে হঠাৎ করে একটি সিএনজি অটো-রিকশা পুড়ে ছাই হয়ে গেছে। গত ৯ নভেম্বর রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে, তবে এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, একটি সিএনজি অটো-রিকশা রাতে পটিয়া থেকে দোহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে সিএনজি অটো-রিকশাটি চন্দনাইশের জোয়ারা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এ সময় অটো-রিকশাটিতে ২ জন যাত্রীও ছিল। পরবর্তীতে চালক যান্ত্রিক ত্রুটি ঠিক করার জন্য চেষ্টা করলে অটো-রিকশার ব্যাটারির তার একটির সাথে অপরটি লেগে গেলে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে সিএনজি অটোরিকশাটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, ব্যাটারির তারে স্পার্ক করে আগুন ধরে গেলে সিএনজি অটো-রিকশাটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া অটো-রিকশার চালক সবুজ। সে নিজেই সিএনজি অটো-রিকশাটি চালিয়ে সংসার চালাতো বলে জানা যায়।