চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উৎপাদক ও বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে দিনব্যাপী বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ জুন বরকল মমতা কার্যালয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক কৃষিবিদ মো. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আকতার, বিশেষ আলোচক ছিলেন মমতা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ, আশীক চন্দ্র বর্মণ। বক্তাগণ বলেন, প্রাণিসম্পদ পণ্য সঠিকভাবে সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সম্পৃক্তকরণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবহন, ডিজিটাল স্টাইলে ব্যবহার করে বাজারজাতকরণ উন্নত করার উপর গুরুত্বারোপ করা হয়। এ খাতে উৎপাদিত দুধ, ডিম, মাংস ইত্যাদি পণ্যের নিরাপদ ও টেকসই বাজার সংযোগ নিশ্চিত করা গেলে খামারিরা নায্যমূল্য পাবেন, ভোক্তারা নিরাপদ পণ্য গ্রহণে সক্ষম হবেন।