চন্দনাইশ প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন গতকাল ২০ অক্টোবর রবিবার দুপুরে আকষ্কিক চন্দনাইশ মডেল মসজিদের জায়গা পরিদর্শন করেন। এসময় তিনি পূর্বে নির্ধারিত উপজেলা সংলগ্ন মডেল মসজিদের জায়গা পরিদর্শন করেন। পরে উপজেলা জামে মসজিদের জায়গাটিও পরিদর্শন করে সেখানে মসজিদ স্থাপন করা যায় কিনা এবং না গেলে পূর্ব নির্ধারিত স্থানের জায়গাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে নির্দেশ দেন। উল্লেখ্য যে, বিগত সরকারের আমলে মডেল মসজিদের নির্ধারিত জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া বাতিল করে একটি মহলের ইন্ধনে উপজেলা পরিষদ থেকে দুই কিলোমিটার অধিক দূরে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মডেল মসজিদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করে। এই লক্ষ্যে জমির মালিকদের অধিগ্রহণের চিঠি জমির মালিকদের প্রেরণ করেন। স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে কার্যক্রম স্তবির হয়ে পড়ে। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিষয়টি নজরে নিয়ে মসজিদ নির্মাণের জন্য সরেজমিনে পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা মডেল মসজিদের জায়গা পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা মসজিদের জায়গাটিও পরিদর্শন করে শীঘ্রই উভয় জায়গার প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন।