চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযান

29

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ২ হাজার ৭শ টাকা জরিমানা করেন। গত ২ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় গণ সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সরকারি আদেশ অমান্য করে দিনের বেলা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় হাশিমপুরের শ্রীকান্ত বিশ্বাসকে ২ হাজার, দোহাজারী ফুলতলা এলাকার চা ব্যবসায়ী সরোয়ার হোসেনকে ২শ, মো. শাহ আলমকে ৫শ টাকাসহ ২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন।