চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

33

চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা পৃথক পৃথক মোবাইল কোড পরিচালনা করে ৩ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। গতকাল রবিবার চন্দনাইশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় স্কেভেটর দিয়ে ধানি জমি থেকে মাটি কাটার সময় ২ টি গাড়ির চালককে আটক করে। আটককৃত দক্ষিণ গাছবাড়িয়ার গাড়ি চালক মো. রফিক ও পটিয়ার আকবর হোসনকে মাটি ব্যবস্থাপনায় আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে দোহাজারী এলাকায় বিএম ব্রিককে লাইসেন্সবিহীন ও কাঠ দ্বারা ইট পোড়ানোর অপরাধে ইট ভাটার ম্যানেজার দোহাজারীর ছাদেক হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। -চন্দনাইশ প্রতিনিধি