চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়নের ২৪টি বৌদ্ধ পল্লীর ৩৫টি বিহারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দ-উৎসবে বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। গত রবিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বৌদ্ধ ধর্মমতে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এ দিনে ‘জগতের সকল প্রাণী সুখী হউক’- এই অহিংস বাণীর প্রচারক মহামতি গৌতম বুদ্ধ আবিভর্‚ত হয়েছিলেন। বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশে^র বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।
দিবসটি উদ্যাপন উপলক্ষে চন্দনাইশের ৩৫টি বৌদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্জ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ৫ম ও অষ্টশীল গ্রহণ করে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান ভক্ত-অনুরক্তরা।
এর আগে সকালে একটি মঙ্গল শোভাযাত্রা চন্দনাইশ সদর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। প্রতিটি বৌদ্ধ বিহারে সন্ধ্যায় আলোকসজ্জা করার পাশাপাশি ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।