চন্দনাইশ উপজেলা দোহাজারী সদর এলাকায় বৈদ্যুতিক সার্ভিস লাইনে কাজ করার সময় ছিটকে পড়ে লাইনম্যান কবির আহমদ আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ অক্টোবর রাতে মারা যায়। স্থানীয়ভাবে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভা সদর এশিয়া ব্যাংকের সামনে বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্ডের লাইনে কাজ করার সময় ছিটকে পড়ে আহত হয় কবির আহমদ নামের এক অস্থায়ী লাইনম্যান। তাহাকে মুমূর্ষ অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ৭ দিন কবির চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ২১ অক্টোবর রাতে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। গত ২২ অক্টোবর বিকেলে তার গ্রামের বাড়ি দোহাজারী নাছির মোহাম্মদ পাড়া এলাকায় দাফন করা হয়। মৃত্যু কালে তার স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে যান। কবির আহমদ পূর্ব দোহাজারী নাছির মোহাম্মদ পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে বলে জানা যায়।