চন্দনাইশ প্রতিনিধি
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী এম এ হাশেম রাজু গতকাল সোমবার চন্দনাইশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এদিন বিকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের প্রধান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু উপজেলার দোহাজারী, বাগিচাহাট, খানহাট, গাছবাড়িয়া ও চন্দনাইশ পৌরসভা এলাকায় গণসংযোগের মাধ্যমে সর্বস্তরের জণগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে শামসুদ্দিন মেম্বার, নূর মোহাম্মদ, শফিউর রহমান সওদাগর, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ খোকন উদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ। গণসংযোগকালে তিনি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সে সাথে তারুণ্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। পরে তিনি চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবার খোঁজ-খবরা নেন। পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান।