চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা কার্যক্রম

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ সদর এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। গত ৩১ অষ্টোবর বিকালে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইফতেখার হোসেন। তিনি বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তার সাথে উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম, অলি হোসেন মুন্সি, পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আবু ছালেক, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক মো. আজম খান, উপজেলা মাহাবুবুল করিম সোহেল, শওকত, সেলিম আল দীন, আবু সিদ্দিক, ইঞ্জিনিয়ার আবুল কালাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, আকবর আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সানি, দোহাজারী পৌরসভা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, পৌরসভা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফোরকান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহিম, আবদুল মান্নান, মো. সোহেল, ফাহিম, সোহেল রানা, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইদ্রিস, মানিক, আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী, ফাহিম, অভি, রফিক রহিম, রাসেল, আল আমিন প্রমুখ।
এদিকে গত ৩১ অক্টোবর উপজেলার দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে প্রচারণায় অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্য সচিব মাহাফুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবদুল মাবুদ, নুর মোহাম্মদ, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোহাম্মদ ইউনুস বাবুল, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক আল মোহাম্মদ হিরু, ফরিদুল আলম, দোহাজারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজগর আলী, সদস্য সচিব জয়নাল আবেদীন, কামাল উদ্দিন, মো. শাহাজান, দেলোয়ার হোসেন দেলু, আবদুল হাকিম ছাদেক, লোকমান হাকিম, ছাত্রদলের সম্রাট, আজিজ, মাইন উদ্দিন, মো. তানভী প্রমুখ।