চন্দনাইশে বিএনপির ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা

1

চন্দনাইশ প্রতিনিধি

আগামীকাল ২১ জুন বিকালে কাঞ্চননগর মাসুমা কনভেনশন হলে চন্দনাইশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সফল করতে ১৮ জুন সন্ধ্যায় চন্দনাইশ সদরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। বিএনপি নেতা নুরুল হুদা বাবরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা যথাক্রমে মো. ইফতেখার উদ্দীন সুমন, কামাল উদ্দীন, বাবু খান, মাহাবুর রহমান চৌধুরী, সমশুদ্দীন, আইনুল হুদা চৌধুরী, নুরুল কবির, মাহফুজুর রহমান, শহিদুর রহমান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে সিরাজুল মোস্তফা, ওসমান গণি, মিজান, আলমগীর, আবু ছাদেক শিবলু, নুরুল কবির, যুবদল নেতা জয়নাল আবেদীন, কুদ্দুস, নুরুজ্জামান, আমিন, খালেক, মোজাম্মেল, বেলাল, নাজিম সও., দিদার, আবুল কালাম, ইসমাইল, জাফর, মুজিব, প্রমুখ।আগামী ২১ জুন ভ্রাতৃত্ব বন্ধনের ঈদ পুণর্মিলনীকে সফল করতে চন্দনাইশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক হবে। এমন প্রত্যাশায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, প্রধান বক্তা থাকবেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, সভাপতিত্ব করবেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানে দলীয় সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে দলকে সুসংগঠিত করার আহবান জানান।