চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক করায় চন্দনাইশে আনন্দ র্যালির আয়োজন করা হয়। গত ২০ মে বিকালে উপজেলার গাছবাড়িয়া স্টেডিয়াম থেকে র্যালীটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ব্যানারে ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল সহকারে গাছবাড়িয়া স্টেডিয়ামে এসে জমায়েত হয়। পরবর্তীতে র্যালি শেষে পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে সমাবেশে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, বিএনপি নেতা যথাক্রমে বাবু খান, এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, মাসুদুর রহমান, সিরাজুল মোস্তফা, নুরুল হুদা বাবর, যুবদল নেতা মো. নেছার, মো. শহিদ, আল মোহাম্মদ হিরু, মাহফুজ, মো. জয়নাল, মো. কুদ্দুসসহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপির এ গণজোয়ার দেখে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা শংকিত। বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে।
সমাবেশ শেষে চন্দনাইশ সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়ে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে প্রত্যেক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আনন্দ র্যালির মধ্য দিয়ে চন্দনাইশ বিএনপি সাংগঠনিকভাবে সুসংগঠিত হচ্ছে বলে নেতাকর্মীরা অভিমত ব্যক্ত করেন।