চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় বাল্য বিবাহ বন্ধ করে বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন। গতকাল ২১ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন উপজেলার কাঞ্চননগর মুরাদাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহ দেয়া অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারায় বিয়ের বর পূর্ব এলাহাবাদের সাহেব মিয়া ছেলে মো. ওয়াসিম উদ্দিনকে (২৮) ৩০ হাজার টাকা, মুরাদাবাদের জমির হোসেনের মেয়ে রেশমি আকতার (১৫)’এর অভিভাবক চাচা আরিফ উদ্দিনকে (৩০) ২০ হাজার টাকাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, জন্ম নিবন্ধন অনুযায়ী কনে রেশমির বয়স ১৫ বছরের চেয়ে কম। Ñচন্দনাইশ প্রতিনিধি