চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার আব্দুস সালাম নামে এক প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রবাসীল স্ত্রী হাসিনা আকতার বাদি হয়ে ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। কোর্টে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট দুপুরে পৌরসভার দক্ষিণ জোয়ারা প্রামের প্রবাসী আব্দুস সালামের বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী হাসিনা আকতার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকার সুযোগকে কাজে লাগিয়ে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে কয়েকজন উশৃঙ্খল নারী পুরুষ মিলে টিনের ঘরে অতর্কিত হামলা চালিয়ে ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ সিসিটিভি’র মূল ডিভাইস নিয়ে যায়। প্রতিপক্ষরা দীর্ঘক্ষণ প্রবাসীর বাড়িতে ভাংচুর ও লুটপাঠ চালায়। এতে ঐ পরিবারের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে জানান তিনি। বর্তমানে তার স্বামী প্রবাসে অবস্থান করার কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি এ ব্যাপারে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।