চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে চন্দনাইশের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। গত ৩১ অক্টোবর উপজেলা অডিটরিয়ামে জীবনচক্র ভিত্তিক পূর্ণভাষন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. বখতেয়ার আলম, সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ্ উদ্দিন, প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আকতার। আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে অতিথিবৃন্দ হুইল চেয়ার বিতরণ করেন।