চন্দনাইশ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে গণহত্যা, শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে চন্দনাইশে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চন্দনাইশের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে সমাবেশ করেন সাধারণ মানুষ।
সমাবেশে নিরীহ ফিলিস্তিনী মুসলমানদের উপর বোমা হামলা, শিশু নির্যাতনসহ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে তারা বিশ্বের সর্বোচ্চ সংস্থা জাতীয়সংঘের সুদৃষ্টি কামনা করে হস্তক্ষেপের দাবি জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে ইসরায়েলি দখলদারিত্ব এবং নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গতকাল সোমবার সকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিতে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সাঈদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, যুবসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ নুর, মাওলানা মুহাম্মদ কামরুদ্দিন নুরী, মুহাম্মদ আরমান হোসাইন, হাফেজ সেকান্দর হোসাইন, আবদুন নবী, মুহাম্মদ শাহাজাহান, কাজী মুহাম্মদ সাঈদ হোসেন, মুহাম্মদ আসিফুল আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ রবিউল হোসাইন জালালী প্রমুখ।
বরমায় সর্বস্তরের জনগণের প্রতিবাদ সভা ও মিছিল
উপজেলার বরমায় সর্বস্তরের জনগণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সাতঘাটিয়া পুকুর পাড় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, গাজার আকাশে লাশের গন্ধ, বাতাসে কান্নার রোল, অবুঝ শিশুদের রক্তে ভেজা মাটি, মায়ের কোলে নিথর দেহ। ইসরাইলি বাহিনীর এই বীভৎসতার বিরুদ্ধে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছেন। বক্তারা বলেন, জিহাদের বাসনা আমাদের সকলের মনে আছে, কিন্তু মন চাইলেও যেতে পারছি না। তবে দেশে বসে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হবে তাদের সকল পণ্য বয়কট করা। ফিলিস্তিনিদের রক্ষায় চুপ থাকা আরব দেশগুলোর সমালোচনা করে বক্তারা আরও বলেন, আরবরা যদি ফিলিস্তিনের জন্য পশ্চিমা দেশে তেল রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে দুইদিনে ইসরায়েলীরা পথে বসবে। কিন্তু আরবরাই ফিলিস্তিনের সাথে গাদ্দারী করেছে। তারা ৫৭টি মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
এতে বক্তব্য রাখেন মাওলানা যথাক্রমে আবু ইউসুফ নুর, কামরুদ্দিন নূরী, জাহাঙ্গীর আলম, আবুল মনছুর, মাহমুদুর রহমান, সাংবাদিক ওমর ফারুক, সাজ্জাদ হোসেন শাকিল, খন্দকার ইমাদুল হাসান সুজন, হাবিবউল্লাহ রোহান, আতাহর হোসেন, প্রবাসী নাজিম উদ্দীন, মোরশেদুল আলম, শাহজাহান কামাল, বেলাল, কাইছার, সৈকত, ওয়াশিম, মামুন স্যার, আব্দুর রহমান, সাকিল, এসকান্দর, মাইনুল উদ্দিন, তায়বিন, সাখাওয়াত হোসেন, শিহাব, মোহাম্মদ আজিজ, প্রমুখ।
বরমা ডিগ্রি কলেজ
ফিলিস্তিনির ইসরাইলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল সোমবার চন্দনাইশ উপজেলার বরমায় এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন।
বরমা কলেজ, মাদ্রাসা ও স্কুলের সংযোগস্থল বরমা এডুকেশন স্কয়ারে সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবু তাহের, অধ্যাপক জসীম উদ্দীন চৌধুরী, অধ্যাপক আনিছুল মালেক, অধ্যাপক মুজিবুল হক চৌধুরী, অধ্যাপিকা সালমা আহসান, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মোহাম্মদ মোরশেদ, অধ্যাপক দেবানন্দ বসু, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক শাকিল আহমদ, বরমা ধামাইরহাট জামে মসজিদের খতিব মাওলানা কাজী আহমদ হোসাইন, সেবন্দী জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, নূর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জসীম উদ্দীন, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল উদ্দীন তালুকদার, বরমা ইউনিয়ন জামায়াতের আমির আতহার হোছাইন, এলডিপি নেতা সাইফুল আলম, গ্রন্থাগারিক সৈয়দ মোহাম্মদ আশেকুল ইসলাম, মনজুর আলম, আবুল ফয়েজ, আবদুল কদিম, রফিকুল ইসলাম, সৈয়দ ফরমান উল্লাহ, সৈয়দ সাইফুদ্দীন জাফর, ব্যবসায়ী নেতা মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা সেলিম উদ্দীন প্রমুখ।